www.kishoreganjnews.com

বিদ্যুতের আলোয় আলোকিত হাওরের দুই গ্রাম



[ স্টাফ রিপোর্টার | ২ ডিসেম্বর ২০১৭, শনিবার, ৯:৪২ | কিশোরগঞ্জ ]


এবার বিদ্যুতের আলোয় আলোকিত হলো হাওর উপজেলা ইটনার বাদলা ইউনিয়নের দুই গ্রাম থানেশ্বর ও শিমলা। শনিবার নতুন বিদ্যুৎ সংযোগ চালুর মধ্য দিয়ে দুই গ্রামের ৮০০টি পরিবারের মাঝে বিদ্যুতের সংযোগ দেয়া হয়েছে।

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুইচ টিপে এই বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন।

এর ফলে থানেশ্বর ও শিমলা এই দুই গ্রামের ৮০০টি পরিবার এখন বিদ্যুতের সুবিধা ভোগ করতে পারবেন।

বাদলা ইউপি চেয়ারম্যান আবদুল গণি ভূঁইয়ার সভাপতিত্বে শুভ বিদ্যুতায়ন উপলক্ষে ইউপি কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি ছাড়াও উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজর মো. মনির উদ্দিন মজুমদার, পরিচালক মো. ইদ্রিস আলী, ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মালেক, জেলা কৃষক লীগের যুগ্মসাধারণ সম্পাদক কামাল হোসেন চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ বক্তৃতা করেন।

প্রধান অতিথির বক্তব্যে রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি বলেন, ‘জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’ বাস্তবায়নের অংশ হিসেবে শিমলা ও থানেশ্বর গ্রামে আজ বিদ্যুৎ পৌঁছে গেছে। বিদ্যুতের আলোয় এখন গ্রাম দু’টি আলোকিত হয়েছে।

এমপি তৌফিক বলেন, কেবল বিদ্যুৎ নয় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সব ক্ষেত্রেই দেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষের ভাগ্যের পরির্বতন হয়। জীবনযাত্রার মান উন্নয়ন হয়। খাদ্য, শিক্ষা, স্বাস্থ্যসহ সকল মৌলিক চাহিদা পূরণ হয়। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামিতেও আওয়ামী লীগকে ক্ষমতা আনতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান রেজওয়ান আহাম্মদ তৌফিক।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর



















প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com