www.kishoreganjnews.com

কিশোরগঞ্জে খাদ্য অধিকার সপ্তাহের আলোচনা সভা



[ স্টাফ রিপোর্টার | ১৫ ডিসেম্বর ২০১৭, শুক্রবার, ৩:৫৩ | কিশোরগঞ্জ ]


সার্বজনীন মানবাধিকার ঘোষণার মূলনীতিতে খাদ্যের অধিকারের নিশ্চয়তা দেয়া হয়েছে। তাই মানুষের খাদ্য অধিকারকে নিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রের দায়বোধকে পুন:নজরে আনার জন্য খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (খানি) আর্ন্তজাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে সারা দেশে ১০ থেকে ১৬ই ডিসেম্বর খাদ্য অধিকার সপ্তাহ পালন করেছে। খানি নেটওয়ার্কের ১৫টি সদস্য প্রতিষ্ঠান দেশের বিভিন্ন জেলায় নানা কর্মসূচির মাধ্যমে খাদ্য অধিকার সপ্তাহ পালন করে।

এর অংশ হিসেবে কিশোরগঞ্জে আলোচনা সভা করেছে ফ্যামিলি টাইস ফর উইমেন ডেভেলপম্যান্ট। শুক্রবার সকালে শহরের আলোরমেলা এলাকার জেলা মহিলা সংস্থা মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল।

ফ্যামিলি টাইস ফর উইমেন ডেভেলপম্যান্ট এর নির্বাহী পরিচালক খুজিস্থা বেগম জোনাকীর সঞ্চালনায় এতে অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সদস্য নারীনেত্রী বিলকিস বেগম, সাংবাদিক আশরাফুল ইসলাম, মানবাধিকার কর্মী অনুপম মাহমুদ, শিক্ষক মো. কামরুজ্জামান এবং নারীনেত্রী রুবী ইসলাম, হাসিনা হায়দার চামেলী ও রিমা আক্তার।

বক্তারা হাওরের সমস্যা-সম্ভাবন্যার ওপর আলোকপাত করে হাওরবাসীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

এছাড়া আলোচনা সভায় জনগণের খাদ্য অধিকার নিশ্চিত করার জন্য ছয় দফা সুপারিশ উপস্থাপন করা হয়।

সুপারিশগুলো হচ্ছে, খাদ্য অধিকারকে সকল নাগরিকের মৌলিক অধিকার হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেয়া। এই ‘অধিকার’ সংশ্লিষ্ট আইন ও নীতিমালা দ্বারা সংরক্ষিত করা। এই আইনের সাথে সামঞ্জস্য রেখে খাদ্য-সংশ্লিষ্ট অন্যান্য আইনগুলোও প্রণয়ন ও সংশোধন করা।

মোটা চালসহ সকল প্রকার চালের দাম যুক্তিসঙ্গত পর্যায়ে কমানোর ব্যবস্থা করা।

হাওরসহ বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের খাদ্য ও নগদ অর্থ সহায়তা প্রদান এবং প্রাপ্তি নিশ্চিত করা।

দেশব্যাপী বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের উপকরণসহ প্রয়োজনীয় সহায়তা প্রদান করা।

কৃষিপণ্যের লাভজনক মূল্য নিশ্চিত করার জন্য উৎপাদিত কৃষিপণ্য বাজারজাতকরণে রাষ্ট্রীয় প্রণোদনা নিশ্চিত করা।

এসডিজি-র ১নং লক্ষ্য ‘সব ধরনের দারিদ্রের অবসান’ এবং ২নং লক্ষ্য ‘ক্ষুধামুক্তি’ অর্জনে সংশ্লিষ্ট সকল ক্ষেত্রে রাষ্ট্রের যথাযথ উদ্যোগ নিশ্চিত করা।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর



















প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com