www.kishoreganjnews.com

কিশোরগঞ্জে ইমাম বাতায়ন বিষয়ক কর্মশালা



[ স্টাফ রিপোর্টার | ১৫ জুলাই ২০১৭, শনিবার, ৩:০২ | কিশোরগঞ্জ ]


কিশোরগঞ্জে ইমাম বাতায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে  শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

সকালে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস কর্মশালার উদ্বোধন করেন।

এতে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মোহাম্মদ ভুইয়া, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মাসউদ বক্তৃতা করেন।

ইমাম বাতায়ন বিষয়ক কর্মশালায় কিশোরগঞ্জ সদর উপজেলার ইমাম ও মুয়াজ্জিনগণ অংশ নেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালা আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মাসউদ জানান, ইমাম বাতায়ন ব্যবহার সম্পর্কিত প্রশিক্ষণের মাধ্যমে ইমাম-মুয়াজ্জিনগণ ইসলাম ধর্ম সম্পর্কে সঠিক ব্যাখ্যা ও সম্যক জ্ঞান লাভ করবেন এবং সামাজিক জীবনে এর সঠিক প্রয়োগ নিশ্চিত করতে সক্ষম হবেন। প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম ও মুয়াজ্জিনদের নামে পৃথক ইমেইল একাউন্ট খুলে দেওয়া হবে এবং প্রত্যেকের আলাদা পাসওয়ার্ড থাকবে। এর মাধ্যমে কম্পিউটার ও অনলাইনে ইমাম মুয়াজ্জিনগণ ইসলাম ধর্ম সম্পর্কিত লেখাও জমা দিতে পারবেন।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর



















প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com