মিঠামইনে আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত গবাদিপশু পালনকারীদের মধ্যে গোখাদ্য বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে মিঠামইনের রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ অডিটরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ।
ঢাকা বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের উপপরিচালক ডাঃ মোঃ মেহেদী হোসেনের সভাপতিত্বে এতে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ মোঃ আইনুল হক ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোঃ আজিমুদ্দিন বিশ্বাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
গোখাদ্য বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ জিল্লুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আলী, মিঠামইনের ইউএনও তাসলিমা আহমেদ পলি, মিঠামইন সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শরীফ কামাল, জেলা পরিষদ সদস্য সমীর কুমার বৈষ্ণব প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার মোট ১০০জন আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত গবাদিপশু পালনকারীর মধ্যে ২৫ কেজি করে গোখাদ্য বিতরণ করা হয়।
এর আগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ মিঠামইন উপজেলা সদরের থানাঘাটের ঘোড়াউত্রা নদীতে পোনা মাছ অবমুক্ত করেন। এ সময় রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি, মৎস্য অধিদপ্তরের ঢাকা বিভাগীয় উপপরিচালক ড. কাজী ইকবাল আজম ও জেলা প্রশাসক মোঃ আজিমুদ্দিন বিশ্বাসসহ মৎস্য দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।