কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


জীবন্ত ক্যানভাস

 এডভোকেট মুহাম্মদ শাহ্ আলম | ১১ ডিসেম্বর ২০২১, শনিবার, ১:৫৩ | সাহিত্য 


স্রষ্টার নিপুণ সৃষ্টির জীবন্ত ক্যানভাসে

নূরানি তুলিতে আঁকা মহাবিশ্ব ভুবন

মহাবিজ্ঞানির প্রেমময় কুদরতি কারিশমায়

ছয়দিনে করিলেন সৃজন নভোমণ্ডল ভূমণ্ডল।

 

যেথায় আছে অসংখ্য গ্রহ উপগ্রহ গ্যালাক্সি

রয়েছে দৃষ্টিনন্দন চন্দ্র-সূর্য তারকারাজি

ধরনী আকাশ-পাতাল, নদ-নদী পাহাড় সমুদ্র

গাছপালা তরুলতা পশুপাখি আরো কত কি!

 

মায়াময় পৃথিবী শোভিত আকাশ করিয়া সৃজন

আরশে আজিমের অধিপতি কুরছিতে বসিয়া

ফেরেস্তাকুলকে ডাকিয়া করিলেন ঘোষণা

জমিনে পাঠাবো প্রতিনিধি করিতে শোকরিয়া।

 

নূরে মোহাম্মদীর প্রেমময় এশকে খোদা

শ্রেষ্ঠত্বের মর্যাদায় সৃজন করিয়া ইনসান

একাত্ববাদের ঝাণ্ডা দিয়ে প্রেরণ করেন জমিনে

ইবলিশকে ঘোষণা করলেন চিরশত্রু করে।

 

শোভিত সৃষ্টির স্বপ্নিল অনাবিল আকর্ষণে

দিবানিশির পরিক্রমার আলো আধাঁরের

নান্দনিক লুকোচুরি খেলা

অদৃশ্য বন্ধনে পরস্পর ঘুরছে অবিরত।

 

কুন-ফায়াকুন শানের রাজাধিরাজ

রোজ হাশরের কাজী

রহমান রাহিম নামের বরকতে

মাফ করিবেন মোদের মত গোনাহগার।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর