কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কবিতা

সরে দাঁড়ালাম পথের পাথর

 আকিব শিকদার | ১৭ নভেম্বর ২০২১, বুধবার, ৫:৪৬ | সাহিত্য 


বড় ভুল করেছি, তোমাকে ভালোবেসে ফেলেছি

তোমার এতো প্রণয়প্রার্থী, জানা ছিল না।

আমারই বোঝা উচিত ছিল, সুন্দরীদের

লাইনে লম্বত্তের শেষ থাকে না।

 

আমি তো চাইনি চোখ ঝলসানো রূপ

চাইনি স্বর্গীয় অপ্সরা। চেয়েছি সাদামাটা

কেউ একজন হোক, যার থাকবে মন

থাকবে আমাকে বোঝার মানসিকতা

থাকবে না রূপের অহংকারের অগ্নিদহন।

 

সরে দাঁড়ালাম তাই - তোমার পথের পাথর

বিশাল লাইনের তালিকা থেকে নাম কেটে

পথের পাশের ঝোপের মতো সরে দাঁড়ালাম

বিদায়, বিদায় প্রিয়তমা, তোমাকে সালাম।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর