তাড়াইলে জেএসসি পরীক্ষায় নকলে সহায়তার দায়ে মো. মাসুম মিয়া (৩৮) নামের এক শিক্ষককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার সুলতানা আক্তার এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দণ্ডিত শিক্ষক মো. মাসুম মিয়া তাড়াইল পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, তাড়াইল পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বৃহস্পতিবার বিজ্ঞান বিষয়ের জে এস সি পরীক্ষা চলাকালে স্টাফরুমে মোবাইলে প্রশ্নের ছবি তুলে ছাত্র ছাত্রীদের সরবরাহ করার জন্য বই হতে সমাধান তৈরি করছিলেন বিদ্যালয়ের শিক্ষক মো. মাসুম মিয়া। এ সময় তিনি হাতেনাতে ধরা পড়লে উপজেলা নির্বাহী অফিসার সুলতানা আক্তার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শিক্ষক মো. মাসুম মিয়াকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার সুলতানা আক্তার জানান, পাবলিক পরীক্ষাসমুহ অপরাধ আইন অনুযায়ী তাড়াইল পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. মাসুম মিয়াকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।