প্রতি বছরের ন্যায় এ বছরও সুষ্ঠুভাবে সম্পন্ন হলো বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখার চলতি বছরের বৃত্তি পরীক্ষা।
সোমবার এবং মঙ্গলবার দুই দিনে কিশোরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সোমবার পরীক্ষার প্রথম দিন সকালে নার্সারী/কেজি শ্রেণির ১০০ নম্বরের বাংলা পরীক্ষা ও প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সকাল-বিকাল বাংলা ও গণিত বিষয়ের ২০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় দিন মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয় নার্সারী/কেজি শ্রেণির গণিত ও ইংরেজি বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা এবং অন্য সকল শ্রেণির ইংরেজি বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রতি বছর ডিসেম্বর মাসে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষায় কিশোরগঞ্জ জেলা নিয়মিত অংশগ্রহণ করে আসছে।
সংগঠনের জেলা শাখার সভাপতি শাহ মো. রমজান আলী ও সাধারণ সম্পাদক খন্দকার আনোয়ারের হোসেনের তত্ত্বাবধানে সুষ্ঠু ও সুন্দরভাবে এবারও কিশোরগঞ্জে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।