পাকুন্দিয়া উপজেলার ১০৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে সরকারিভাবে একটি করে ল্যাপটপ দেয়া হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এসব ল্যাপটপ বিতরণ করা হয়।
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে এসব ল্যাপটপ তুলে দেন।
এ উপলক্ষ্যে ইউএনও অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই শ্লোগানকে ধারণ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহম্মদ।
সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল বাশার মৃধার সঞ্চালনায় অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের যুগ্মআহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন, পাটুয়াভাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় পাকুন্দিয়া থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন, জেলা যুবলীগ নেতা সাবেক ভিপি মো. ফরিদ উদ্দিনসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।