www.kishoreganjnews.com

জিসান এ প্লাস পেয়েছে[ স্টাফ রিপোর্টার | ৩০ ডিসেম্বর ২০১৭, শনিবার, ৩:৩৭ | শিক্ষা ]


জেড এম মারুফ হাসান জিসান এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।

সে করিমগঞ্জের চাইল্ড কেয়ার কিন্ডরগার্টেন এর ছাত্র হিসেবে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছিল।

তার বাবা মো. জহিরুল ইসলাম একজন বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরিজীবি ও মা একজন শিক্ষিকা। তাঁর এই কৃতিত্বপূর্ণ ফলাফলে তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

জিসান ভবিষ্যতে প্রকৌশলী হতে চায়।

এ জন্যে সে সকলের নিকট দোয়া প্রার্থী।[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবরপ্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com