www.kishoreganjnews.com

‘শিশুদের আনন্দময় পরিবেশে পাঠদান নিশ্চিত করতে হবে’



[ স্টাফ রিপোর্টার | ৬ ডিসেম্বর ২০১৭, বুধবার, ১১:৪৩ | শিক্ষা ]


কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপ-সচিব তরফদার মোঃ আক্তার জামীল বলেছেন, শিশুদের আনন্দময় পরিবেশে পাঠদান নিশ্চিত করতে হবে। কেননা আনন্দময় শিশুশিক্ষা মেধা বিকাশের অন্যতম শর্ত। তাই তাদের পড়াশুনার পাশাপাশি বিনোদনের সুযোগ দিতে হবে। তবেই শিক্ষার্থীরা পরিপূর্ণ মেধায় শাণিত হতে পারবে।

সোমবার দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল এলাকার জননী কিন্ডারগার্টেনের বার্ষিক ক্লাস পার্টি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তরফদার মোঃ আক্তার জামীল এসব কথা বলেন।

শিক্ষার্থীদের ভালোভাবে পড়াশুনা করে সুনাগরিক হওয়ারও পরামর্শ দেন তিনি।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আশরাফুল ইসলামের সভাপতিত্ত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন  হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের  ট্রাস্টি লিপন রায় লিপু, ৫নং যশোদল ইউনিয়নের চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন, যশোদল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ শফিকুল হক বাবুল হাজী, সাধারণ সম্পাদক বাবু স্বপন কুমার রায়, প্রচার সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম মুকুল, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আবুল কালাম, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আব্দুস সাত্তার, মোঃ রমজান মিয়া, মোঃ সাবিকুন্নাহার প্রমুখ।

স্কুলের প্রধান শিক্ষক মোঃ বাছির উদ্দিন এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠান সঞ্চালনা করেন চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সারোয়ার রহমান নব ও সুমাইয়া আক্তার।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ স্কুলের শিক্ষার্থীদের সাথে নিয়ে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে মনোজ্ঞ বিনোদন অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন।

উল্লেখ্য যে, জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত প্রতি বছরের বিজয় দিবস ও স্বাধীনতা দিবস অনুষ্ঠানে ডিসপ্লেতে টানা ৩ বার তৃতীয় স্থান অর্জন করেছে জননী কিন্ডারগার্টেন। এছাড়াও প্রতি বছর সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ পাশ ও বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষায় সাফল্যের ধারা অব্যাহত রাখছে।

স্কুলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আল-আমীন স্কুলের সাফল্য কামনায় ও স্কুলটি আরও উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর



















প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com