www.kishoreganjnews.com

পাকুন্দিয়ায় বই বিতরণ উৎসব



[ সাখাওয়াত হোসেন হৃদয় | ১ জানুয়ারি ২০১৮, সোমবার, ৬:৪৪ | শিক্ষা ]


সারাদেশের ন্যায় পাকুন্দিয়ায় বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। উপজেলার প্রত্যেক প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে।

সোমবার সকালে পৌরসদরের পাকুন্দিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, ইউএনও অন্নপূর্ণা দেবনাথ, ওসি মোহাম্মদ সামসুদ্দীন, ভাইসচেয়ারম্যান মোছা. শামছুন্নাহার আপেল, উপজেলা আওয়ামী লীগের যুগ্মআহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন, পাকুন্দিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. শাহজাহান মিয়া, প্রধান শিক্ষক আফছর উদ্দিন আহম্মদ মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে অতিথিবৃন্দ পাকুন্দিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও পাকুন্দিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাবর্ষের বই তুলে দেন।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর



















প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com