সারাদেশের ন্যায় পাকুন্দিয়ায় বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। উপজেলার প্রত্যেক প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে।
সোমবার সকালে পৌরসদরের পাকুন্দিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, ইউএনও অন্নপূর্ণা দেবনাথ, ওসি মোহাম্মদ সামসুদ্দীন, ভাইসচেয়ারম্যান মোছা. শামছুন্নাহার আপেল, উপজেলা আওয়ামী লীগের যুগ্মআহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন, পাকুন্দিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. শাহজাহান মিয়া, প্রধান শিক্ষক আফছর উদ্দিন আহম্মদ মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে অতিথিবৃন্দ পাকুন্দিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও পাকুন্দিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাবর্ষের বই তুলে দেন।