বাজিতপুরের শতবর্ষী হাফেজ আব্দুর রজ্জাক পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোবারক হোসেনের সভাপতিত্বে শনিবার বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি আফজাল হোসেন।
এছাড়া প্রাক্তন এমপি মঞ্জুর আহম্মদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আলাউল হক, ইয়াকুব মিয়া, অ্যাডভোকেট শেখ এএকএম নূরুন্নবী, সাবেক পৌর চেয়ারম্যান মিজবাহ উদ্দিন, অধ্যক্ষ রবীন্দ্রনাথ চৌধুরী, বর্তমান উপজেলা চেয়ারম্যান ছারওয়ার আলম, পৌর মেয়র আনোয়ার হোসেন আশরাফ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
শেষে মানস করের নির্দেশনায় একতা নাট্য গোষ্ঠীর পরিবেশনায় মহুয়া নাটকের মঞ্চায়ন এবং সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়।