এহসানুল হক অভি এবারের জেএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। ইটনা মহেশ চন্দ্র মডেল শিক্ষা নিকেতন থেকে জেএসসি পরীক্ষায় অংশ নিয়ে সে এই কৃতিত্বপূর্ণ ফল অর্জন করেছে।
এহসানুল হক অভি ইটনা মহেশ চন্দ্র মডেল শিক্ষা নিকেতন এর প্রধান শিক্ষক আবুবক্কর ছিদ্দিকের একমাত্র ছেলে। চার ভাই-বোনের মধ্যে এহসানুল হক অভি সবার বড়।
এহসানুল হক অভি ভবিষ্যতে একজন ভালো মানুষ হতে চায়। এ জন্যে তারা বাবা-মা সকলের কাছে দোয়া চেয়েছেন।