www.kishoreganjnews.com

কিশোরগঞ্জ বিয়াম ল্যাবরেটরি স্কুলে শিশু আনন্দ আড্ডা



[ স্টাফ রিপোর্টার | ১০ নভেম্বর ২০১৭, শুক্রবার, ১২:২৬ | শিক্ষা ]


আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রশিক্ষণ কেন্দ্র সহপাঠ-এর ৬ষ্ঠ বছরপূর্তি উপলক্ষে শিশু আনন্দ আড্ডা অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জ বিয়াম ল্যাবরেটরি স্কুলে অনুষ্ঠিত এই আনন্দ আড্ডা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মাসউদ।

এতে বিশেষ অতিথি ছিলেন ছড়াকার জাহাঙ্গীর আলম জাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহপাঠ পরিচালক মো. জিয়াউর রহমান।

আড্ডায় যোগ দিয়ে শিক্ষার্থীরা ছড়া-কবিতা আবৃত্তি করে আনন্দ আড্ডাকে মনোমুগ্ধকর করে তোলে।

অভিভাবকেরা এ ধরনের আড্ডার প্রয়োজনীয়তা রয়েছে উল্লেখ করে বলেন, এই ধরনের আড্ডা শিশুদের মানসিক বিকাশে সহায়ক হিসেবে কাজ করবে। এ থেকে তারা ভালো মানুষ হওয়ার শিক্ষা পাবে। এছাড়া নিয়মিত এমন আনন্দ বিনোদনের আয়োজন করা হলে মাদক, সন্ত্রাসসহ সামাজিক নানা অনাচার থেকেও শিশুরা দূরে থাকবে।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর



















প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com