www.kishoreganjnews.com

সৈয়দ নজরুল ইসলাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের জমি নির্বাচনে সভা



[ উজ্জ্বল কুমার সরকার | ১৯ নভেম্বর ২০১৭, রবিবার, ৬:১৮ | শিক্ষা ]


মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের নামে হোসেনপুরে ‘সৈয়দ নজরুল ইসলাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ’ স্থাপনে জমি নির্বাচন সংক্রান্ত সভা করেছে হোসেনপুর উপজেলা প্রশাসন। আট একর জায়গার উপর প্রতিষ্ঠানটি নির্মাণ করা হবে। এই আট একর জমি নির্বাচনের জন্যে রোববার উপজেলা পরিষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন।

সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মবিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, পৌর মেয়র মো. আ. কাইয়ুম খোকন, সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম মজুমদার, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান মোবারেজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক নূরুল আমীন পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা সারোয়ার, সাবেক প্রধান শিক্ষক সন্তোষ চন্দ্র মোদক, ইউপি চেয়ারম্যান মো. খুর্শিদ উদ্দিন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এম এ হালিম, হোসেনপুর প্রেসক্লাবের সভাপতি প্রদীপ কুমার সরকার, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোবারেছ, উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক মাহবুব আলম প্রমুখসহ জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় ‘সৈয়দ নজরুল ইসলাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ’ স্থাপনকল্পে জমির নির্বাচন বিষয়ে প্রস্তাব আকারে ধনকুড়া হ্যালিপ্যাড মাঠ সংলগ্ন অস্থায়ী চায়না ক্যাম্প এলাকার জমি, ঢেকিয়া মোনায়েম সাহেবের পোল্টি ফার্ম এলাকার জমি ও মাস্টার বাজার ইটখলা সংলগ্ন এলাকা এই তিনটি সম্ভাব্য স্থানের ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত নেয়া হয়।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর



















প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com