পৃথিবীর নিষিদ্ধ পাড়ায় যারা ফেলেছে পায়ের ধুলো, মেখেছে বুকের শ্বাস
নগরনটীর ঠোঁটে, স্বর্গের অপ্সরা তাদের জন্য নয়
এই সব পাপীদের ছুঁড়ে দাও নরকের অঙ্গারে একটু পুড়োক।
যারা দূর্গম পথে গেছে মসজিদে, জায়নামাজে রেখেছে পা, তোমার আরশ
স্মরণে রেখে ঠুকেছে কপাল- সুবিন্যাস্ত বেহেস্ত তাদের হোক।
মদ-গাজা-হেরোইন যারা খেয়েছে দেদার, নারী নিয়ে নেচেছে উলঙ্গ নৃত্য
তাদের আতিপুতি ভরে যাক গরম গরলে। আনতবদন হুর নয়
সর্বক্ষণ তাদের সঙ্গী হোক দোজখের ভয়াবহ অজগর।
যারা নিজের মুখের গ্রাস দিলো তুলে অনাহারি মুখে, নিজে তৃষ্ণার্ত থেকে
জল দিলো তৃষিতকে; তারা পাক স্বর্গীয় ফলমূল, দুধের নহর।
যারা তোমার সৃষ্ট জীবে করে দয়া, তোমার দেখানো পথে
হাঁটে অহোরাত। অপরের উপকারে বিলায় জীবন
তারা যেন পায় তোমার দয়ার হাত- অন্ধের ছরি।
যারা কূপ খোঁড়েছিল অন্যকে তলিয়ে মারবে বলে, চোরাবালিতে
ডুবে যেতে যেতে তারা যদি চায় আশ্রয়, দিও না তোমার রহমতের দড়ি।