www.kishoreganjnews.com

নিষ্ফল বৈঠক[ সুবীর বসাক | ৩০ সেপ্টেম্বর ২০১৭, শনিবার, ১:২৯ | সাহিত্য ]


নিষ্ফল বৈঠক
করে জাতিসংঘ
ষোলো কোটি বাঙালির
হয় আশাভঙ্গ।

চুপচাপ থাকে কেন
চীন আর রাশিয়া
একবার দেখে যাও
রাখাইনে আসিয়া।

সংকট সমাধানে
বাড়ায় না হস্ত
লাখ লাখ রোহিঙ্গা
ভীত-সন্ত্রস্ত।

সংলাপ- এ ব্যাপারে
হয় ঐকমত্য
একদিন প্রকাশিত
হবে যেটা সত্য।[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com