ভালবাসা দিয়ে মানুষকে কাঁদাতে চাই, বেদনা বিলিয়ে নয়।
কঠিন মিথ্যাড়ালে সরল সত্য ঢাকতে চায় চতুর লোক-
আমি চাই পৃথিবীর প্রতিটি মানুষ নির্মোহ-নির্মল হোক।
আপন জনের মন বিষিয়ে জয়ের মুকুট পরাটাও পরাজয়।
কাঠখোট্টা মার্কা স্বামীদের চোখে বয় আনন্দের প্লাবন
অতিজাঁদরেল স্ত্রীরা যখন করে আত্মসমর্পণ।
একবার পরাজিত হয়ে দেখো, তেজদীপ্ত শপথ আমার-
চোখের জলে ধুয়ে দেবো পরাজয়ী গ্লানিমাখা শরীর তোমার।
জয়ের নেপথ্যে থাকে শোক, ঠিক যেমন একই দেহে
জীবনের পাশপাশি বাস করে দুর্বিসহ মরণ।
দরিদ্রের অর্ঘ্য অবজ্ঞায় দিও না ঠেলে, সর্বস্ব দেবো তোমায়-
পরিপাটি কুঁড়েঘর, ছায়াঢাকা আঙিনা, মাটির সিংহাসন।
যদি একনিষ্ঠ মনোযোগে তাকাও আমার গহীন চোখের দিকে
বজ্রলতা ঝলকের মতো ক্ষণিক ক্ষণেই চিনবে আমাকে।