www.kishoreganjnews.com

কিশোরগঞ্জে ১২৫ জিপিএ-৫



[ স্টাফ রিপোর্টার | ২৩ জুলাই ২০১৭, রবিবার, ৭:০২ | শিক্ষা ]


ঘোষিত এইচএসসি পরীক্ষার ফলাফলে কিশোরগঞ্জের সরকারি গুরুদয়াল কলেজ জেলায় সবচেয়ে ভাল ফল অর্জন করেছে। কলেজটির ১ হাজার ৬৭০জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১ হাজার ৩৬৭জন, পাশের হার শতকরা প্রায় ৮২ ভাগ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭০জন।

জেলায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে মোট ১২৫ জন জিপিএ-৫ পেয়েছে। সরকারি গুরুদয়াল কলেজ ছাড়া জিপিএ-৫ প্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাজিতপুর আফতাব উদ্দিন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯, ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ থেকে ১৬, পাকুন্দিয়া কলেজ থেকে ৪, ভৈরব হাজী আসমত কলেজ থেকে ৩, হোসেনপুর মডেল পাইলট স্কুল এন্ড কলেজ থেকে ২, শিমুলকান্দি কলেজ থেকে ২, কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ থেকে ১, কিশোরগঞ্জ পৌর মহিলা কলেজ থেকে ১, জেড রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল এন্ড কলেজ থেকে ১, করিমগঞ্জ কলেজ থেকে ১, করিমগঞ্জ পৌর মডেল কলেজ থেকে ১, মিঠামইন মুক্তিযোদ্ধা আবদুল হক কলেজ থেকে ১, বাজিতপুর কলেজ থেকে ১, এসআরডি শামছ উদ্দিন ভূঁইয়া কলেজ থেকে ১, চর আদর্শ কলেজ থেকে ১ জন জিপিএ-৫ পেয়েছে।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর



















প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com