www.kishoreganjnews.com

পৌর মহিলা কলেজের একমাত্র জিপিএ-৫ তুলি’র



[ উজ্জ্বল কুমার সরকার | ৩১ জুলাই ২০১৭, সোমবার, ৭:১৯ | শিক্ষা ]


এবারের এইচএসসি পরীক্ষায় কিশোরগঞ্জ পৌর মহিলা কলেজের ৫৮৭জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাশ করেছে ৩৩৯ জন। পাশ করা ৩৩৯জনের মধ্যে জিপিএ-৫ পাওয়ার কৃতিত্ব দেখিয়েছে মাত্র একজন।

অনন্যা এই পরীক্ষার্থী তুলি রাণী মোদক। সে বাণিজ্য বিভাগের শিক্ষার্থী হিসেবে এই কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে।

তুলি রাণী মোদক হোসেনপুর পৌরসদরের পশ্চিম দ্বিপেশ্বর গ্রামের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী রামকৃষ্ণ মোদকের দ্বিতীয় কন্যা। অনন্যা ‘তুলি’র মা বীণা রাণী মোদক একজন গৃহিণী। তুলি’র বড় ভাই বিজয় মোদক কিশোরগঞ্জ এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক।

তুলি ভবিষ্যতে একজন সরকারি কর্মকর্তা হতে চায়। এজন্যে সে সকলের আশির্বাদ চেয়েছে।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর



















প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com