ইটনা মহেশ চন্দ্র মডেল শিক্ষা নিকেতনে সততা স্টোর উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমান খান আনুষ্ঠানিকভাবে এই সততা স্টোরের উদ্বোধন করেন।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহেশ চন্দ্র মডেল শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক মোহাম্মদ আবুবক্কর ছিদ্দিক।
অনুষ্ঠানে অন্যদের উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মধ্যে মোঃ নজরুল ইসলাম ঠাকুর, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি মুক্তিযোদ্ধা মোঃ রওশন আলী রুশো, সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান প্রমুখ বক্তৃতা করেন।