www.kishoreganjnews.com

ছড়া

চিকুনগুনিয়া[ সুবীর বসাক | ১০ জুন ২০১৭, শনিবার, ৭:৩১ | সাহিত্য ]


গাঁটে গাঁটে ব্যাথা আর
ব্যাথা সারা অঙ্গে
সেই সাথে কাঁপুনিও
থাকে এর সঙ্গে।

লেপ-কাঁথা মানে নাতো
ধরো কেউ ঠাসিয়া
উঁকি মেরে দেখে যাও
ঘরে কেউ আসিয়া।

যন্ত্রণা কী যে হয়
মাংস ও পেশীতে
মশাদের দিয়ো নাকো
কাছে আর ঘেঁষিতে।

জানতো যে নাম বল
কে চিকুনগুনিয়া
এইবার জেনে গেছে
নাম সারা দুনিয়া।[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com