www.kishoreganjnews.com

আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিল



[ স্টাফ রিপোর্টার | ১৫ আগস্ট ২০১৭, মঙ্গলবার, ৯:৩৯ | শিক্ষা ]


১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী আজিম উদ্দীন উচ্চ বিদ্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন শোকরানা। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় ক্রিড়াবিদ মুক্তিযোদ্ধা বাসির উদ্দীন ফারুকী। প্রধান আলোচক ছিলেন ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্যসচিব মো. আব্দুল আওয়াল।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়েল সহকারী প্রধান শিক্ষক মো. আতাউর রহমান। বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বপন কুমার বর্মণ এর সঞ্চালনায় এতে আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মো. সাহাবুিদ্দন ও সাংবাদিক মো. ফারুকুজ্জামান, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম ভুইয়া, মো. হেলাল উদ্দীন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রধান অতিথি মুক্তিযোদ্ধা বাসির উদ্দীন ফারুকী তাঁর বক্তব্যে বলেন, স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের আদর্শ। এছাড়াও তিনি ছাত্র-ছাত্রীর মাঝে শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মতুলে ধরে তাদেরকে তাঁর জীবন থেকে শিক্ষা নিয়ে আদর্শ মানুষ হওয়ার আহ্বান জানান।

পরে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. ফজলুর রহমান মোনাজাত পরিচালনা করেন।

এছাড়াও বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী শোক র‌্যালি করে।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর



















প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com