www.kishoreganjnews.com

পাকুন্দিয়ায় দরিদ্র-মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান



[ স্টাফ রিপোর্টার | ১৬ সেপ্টেম্বর ২০১৭, শনিবার, ৫:৪১ | শিক্ষা ]


পাকুন্দিয়ায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়েছে ডা. মো. শহীদুল্লাহ ফাউন্ডেশন। শনিবার সকালে উপজেলার বড়আজলদী গ্রামের ডাক্তার বাড়ি প্রাঙ্গণে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. মো. শহীদুল্লাহ এই শিক্ষাবৃত্তি বিতরণ করেন।

এ সময় উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর ও সমমান পর্যায়ের ৫২জন শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তির নগদ টাকা হস্তান্তর করা হয়। শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে পাকুন্দিয়া বাজারের ইকরা বুক হাউজের সত্ত্বাধিকারী আহসান উল্লাহ নয়নসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ডা. মো. শহীদুল্লাহ সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে তার নামে প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশনের মাধ্যমে বিগত ২০০৫ সাল থেকে প্রতি বছর দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়ে আসছেন। নিজ উপজেলা পাকুন্দিয়া ছাড়াও পার্শ্ববর্তী হোসেনপুর, কটিয়াদী এমনকি কিশোরগঞ্জ সদরেরও দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা এই মেধাবৃত্তি পাচ্ছে। এছাড়া ৬২জন দুস্থ বিধবাকেও এই ফাউন্ডেশনের মাধ্যমে বার্ষিকভিত্তিতে অনুদান সহায়তা দেয়া হচ্ছে।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর



















প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com