কিশোরগঞ্জ জেলা শহরের গৌরাঙ্গবাজার এলাকার ঐতিহ্যবাহী সুগন্ধা ডিপার্টমেন্টাল স্টোরের আরো একটি শাখা উদ্বোধন হয়েছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বাদ আসর দোয়া মাহফিলের মধ্য দিয়ে কিশোরগঞ্জ মডেল থানার বিপরীতে স্বনামধন্য এই প্রতিষ্ঠানটির নতুন শাখা উদ্বোধন করা হয়।
সুগন্ধা ডিপার্টমেন্টাল স্টোর স্টেশন রোড শাখা নামের এই শাখাটি সুগন্ধা ডিপার্টমেন্টাল স্টোরের ৬ষ্ঠ শাখা।
শাখাটিতে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীসহ প্রসাধনী ও বেকারি সামগ্রী পাওয়া যাবে।
শাখাটির উদ্বোধন উপলক্ষে বিভিন্ন পণ্যে বিশেষ ছাড় পাওয়া যাবে। এছাড়া সঠিক দামে গুণগত মানসম্পন্ন পণ্যসামগ্রী তো রয়েছেই।
সুপরিসর ভবনে শাখাটি চালু হওয়ায় ক্রেতারা স্বাচ্ছন্দে কেনাকাটা করতে পারবেন।
ক্রেতা চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন এই শাখাটি চালু করা হয়েছে বলে সুগন্ধা কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে।
শাখাটির উদ্বোধন উপলক্ষে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বাদ আসর অনুষ্ঠিত দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা ছানাউল্লাহ।
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজসহ শহরের ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এতে অংশ নেন।
ভিডিও: