কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


মডেল শাখার স্বীকৃতি পেলো কিশোরগঞ্জের সোনালী ব্যাংক স্টেশন রোড শাখা

 স্টাফ রিপোর্টার | ২১ ডিসেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ৮:২৩ | অর্থ-বাণিজ্য 


সোনালী ব্যাংক পিএলসি’র মডেল শাখার স্বীকৃতি পেয়েছে কিশোরগঞ্জের স্টেশন রোড শাখা। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকালে সোনালী ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান জিয়াউল হাসান প্রধান কার্যালয়ের হল রুম থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একযোগে কিশোরগঞ্জের স্টেশন রোড শাখাসহ সারা দেশের ২০টি মডেল শাখার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় তার সাথে ছিলেন ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজল করিম।

এছাড়া কিশোরগঞ্জের স্টেশন রোড শাখা প্রান্তে সংযুক্ত ছিলেন জেনারেল ম্যানেজার'স অফিস ময়মনসিংহের জিএম জাহিদুল ইসলাম মোল্যা, কিশোরগঞ্জের অঞ্চল প্রধান ডেপুটি জেনারেল ম্যানেজার মো. জাহাঙ্গীর আলম সিদ্দিকী এবং ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।

এ উপলক্ষ্যে কিশোরগঞ্জের স্টেশন রোড শাখায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ফিতা কেটে স্টেশন রোড শাখাকে মডেল শাখা হিসেবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কিশোরগঞ্জ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভানেত্রী ফাতেমা জোহরা আক্তার।

সোনালী ব্যাংক পিএলসি স্টেশন রোড মডেল শাখার ম্যানেজার মো. আলমগীর এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে এনএসআই ডিডি মো. ইকবাল হোসেন, গুরুদয়াল সরকারি কলেজের সহযোগী অধ্যাপক কাজী করিমউল্লাহ, ওয়ালীনেয়াজ খান কলেজের সহযোগী অধ্যাপক ড. আবুল মাসাকিন মো. আনোয়ারুল হক, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. নিজাম উদ্দিন, সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, সমাজকর্মী আবদুর রহমান রুমী প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া অনুষ্ঠানে সাংবাদিক, শাখাটির গ্রাহক, শাখার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।

শাখাটি প্রকৃতই যেন মডেল শাখা হিসেবে গ্রাহক বান্ধব হয়ে ওঠে, এমন প্রত্যাশা ব্যক্ত করেন অতিথি, গ্রাহক ও বক্তারা।

প্রত্যাশিত গ্রাহক সেবা প্রদানে শাখা ম্যানেজার মো. আলমগীর-ও প্রত্যয় ব্যক্ত করে সকলের সহযোগিতা কামনা করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর