কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জ সদরের নীলগঞ্জ বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন

 স্টাফ রিপোর্টার | ২৪ আগস্ট ২০২০, সোমবার, ৭:৩৮ | অর্থ-বাণিজ্য 


ইসলামী ব্যাংকের বিকল্প ব্যাংকিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার নীলগঞ্জ বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টায় নীলগঞ্জ পুরাতন বাজারের আফছর উদ্দিন সুপার মার্কেটের ২য় তলায় এজেন্ট ব্যাংকিং এর এ শাখা উদ্বোধন করা হয়।

এতে ইসলামী ব্যাংকের কিশোরগঞ্জ শাখার হেড অব ব্রাঞ্চ ও ভাইস প্রেসিডেন্ট মো. মোসলেহ উদ্দিন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

সদরের মাইজখাপন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কালাম আজাদ তারুর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ শহরের বড় বাজার জামে মসজিদের খতিব ও ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের সাবেক ইমাম মাওলানা আবুল খায়ের মো. সাইফুল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী মো. সাখাওয়াত হোসেন, মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম মাস্টার, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন বাচ্চু, হাফেজ মাওলানা মো. মোফাজ্জল হোসেন প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে মো. আব্দুল্লাহ আল হুমাইদী আল আজহারীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উক্ত এজেন্ট ব্যাংকিং শাখার ব্রাঞ্চ ইনচার্জ মো. তামজিদুল ইসলাম।

এছাড়াও এ সময় ইসলামী ব্যাংকের কর্মকর্তা মো. কামরুল ইসলামসহ গ্রাহকেরা উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর