কিশোরগঞ্জে যাত্রা শুরু করেছে অত্যাধুনিক ফ্যাশন হাউজ কিডস এন্ড মাদারস ফ্যাশন লিমিটেড। জেলা শহরে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির দু’টি শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
দুপুরে শহরের খরমপট্টি জোড়া পুকুর পাড় সংলগ্ন সালমান টাওয়ারের নিচ তলায় ১ম শাখা এবং নগুয়া হাসমত উদ্দিন স্কুলের বিপরীত পাশে কিডস এন্ড মাদারস ফ্যাশন লিমিটেডের ২য় শাখার শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা বারের সভাপতি ও পিপি অ্যাডভোকেট শাহ আজিজুল হক, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ভিপি আব্দুল আজিজ, কিশোরগঞ্জ জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় কিডস এন্ড মাদারস ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান মো. মকবুল হোসেন মুকুল, ব্যবস্থাপনা পরিচালক আতিকুর রহমান এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।
কিডস এন্ড মাদারস ফ্যাশন লিমিটেডের দু’টি শাখাতেই শূন্য থেকে সকল বয়সের শিশু, মহিলা এবং পুরুষের যাবতীয় জামাকাপড় ও জুয়েলারী সামগ্রী পাওয়া যাবে।