আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয়ে যমুনা ব্যাংক লিমিটেড এর কিশোরগঞ্জ শাখার অধীনে পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর বাজারে যমুনা ব্যাংকের উপ শাখা উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে যমুনা ব্যাংকের এই উপশাখা উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক লিঃ এর ভাইস প্রেসিডেন্ট হারুন অর রশিদ মোল্লা।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজ্বী জাফর আলী কলেজের অধ্যক্ষ নারায়ণ দেবনাথ, যমুনা ব্যাংকের কিশোরগঞ্জ শাখার ব্যবস্থাপক মুর্শিদুজ্জামান, বস্ত্র ও পাট মন্ত্রণালয় মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মুজিবুর রহমান খান এবং বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের প্রধান কার্যালয়ের উর্দ্ধতন কর্মকর্তা, শাখা সমূহের প্রধানগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন।
ভিডিও: