কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে আইসিটি অলিম্পিয়াডের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

 স্টাফ রিপোর্টার | ১৫ জুলাই ২০২২, শুক্রবার, ৪:৫৩ | তথ্য প্রযুক্তি 


কিশোরগঞ্জে আইসিটি অলিম্পিয়াডের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ জুলাই) দুপুরে জেলা শহরের হোটেল শেরাটন মিলনায়তনে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখা এই ঈদ পুনর্মিলনীর আয়োজন করে।

আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার টিম লিডার রাজিব হাসান শুভ্র’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ প্রোজেক্ট ডিরেক্টর সোহাগ মিয়া।

এতে অন্যদের মধ্যে ডিস্ট্রিক্ট পিআর ম্যানেজার মশিউর রহমান ভূঁইয়া শুভ, কো-লিডার তাহমিনা জান্নাত সূচনা, কমিউনিকেশন ম্যানেজার মির্জা তাসনীম বেগ, ইউনিভার্সিটি টিম ম্যানেজার তাসনুভা তাঞ্জুম তানহা, কলেজ টিম ম্যানেজার তাহমিনা জান্নাত, প্রমোশনাল ম্যানেজার ফারিহা আক্তার প্রমুখ ছাড়াও জেলার বিভিন্ন স্কুল-কলেজের আইসিটি অলিম্পিয়াড টিম অংশ নেয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর