কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


আইসিটি এ্যাওয়ার্ড পেলেন কিশোরগঞ্জের এডিসি শিক্ষা হাবিব

 স্টাফ রিপোর্টার | ৫ সেপ্টেম্বর ২০২০, শনিবার, ১:৪৪ | তথ্য প্রযুক্তি 


রূপকল্প ২০২১ বাস্তবায়নে তথা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ এবং ২০৪১ এ উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের স্বীকৃতিস্বরূপ আইসিটি এ্যাওয়ার্ড ২০১৯-২০২০ পেয়েছেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ হাবিবুর রহমান।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে কিশোরগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ এসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখা আয়োজিত মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আইসিটি এ্যাওয়ার্ড তুলে দেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান পিএএ।

মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।

অনুষ্ঠানে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ হাবিবুর রহমান, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদির মিয়া, ভৈরব উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা এবং জেলা কালেক্টরেটের সহকারী কমিশনার উবায়দুর রহমান সাহেলকে আইসিটি এ্যাওয়ার্ড প্রদান করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর